এনইউবিটি খুলনার ইংরেজি বিভাগের স্প্রিং ২০২০ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের স্প্রিং ২০২০ সেমিস্টারের ওরিয়েন্টশন প্রোগ্রাম সোমবার ১৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ড. মো: শাহ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড.মো: শাহজাহান কবির, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আশিক উদ্দীন মো: মারুফ, এনইউবিটি খুলনার ছাত্র উপদেষ্টা রাজীব হাসনাত শাকিল।
এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার ইংরেজী বিভাগেরে বিভাগীয় প্রধান মো:ওবাইদুল্লাহ।
মূল অনুষ্ঠান শেষে একই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।